রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

শ্রমজীবি, দিনমজুর দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান ——–এডঃ মো আব্দুললতিফ শেখ

চাঁদপুর
বাংলাদেশ জাতীয় পার্টি চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক ও  জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি  এডঃ মো আব্দুললতিফ শেখ করোনা ভাইরাসের কারনে শ্রমজীবি, দিনমজুর গরীব দূঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি উদাও আহবান জানিয়েছেন।
তিনি বলেন গরীব দূঃখী   অভাবী মানুষগুলো বর্তামানে এ সংকটময় মুহূর্তে বেচে থাকা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তাদের প্রতি সহোযোগিতার হাত বাড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে সরকারি বেসরকারি সকল সংস্থা ও ব্যক্তিবর্গকে দলীয় বিবেচনা না করে ক্ষুধাকাতর সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।
বিশ্বব্যপি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য তিনি বিশ্ববাসিকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনার অনুরোধ জানান।