চাঁদপুর জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এধরণের অভিযান ২০সেপ্টেম্বর রবিবার সহকারী পরিচালক, এ,কে, এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
চাঁদপুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদস্যের গঠিত রেডিং টীম সকাল ১০ ঘটিকায় ফরিদগঞ্জ থানাধীন চরচন্না গ্রামের কলিমিয়া বেপারী বাড়িস্থ বসতঘর তল্লাশীকরে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ ইউছুপ বেপারী (৩৪)পিতা- কলি মিয়া বেপারীকে ১০২পিস ইযাবাসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য মাদক ব্যবসায়ী ইতোপূর্বে কাতারেরদোহায় মদিনা খলিফায় ইয়াবাসহ কাতার পুলিশের কাছে ধরা পড়েন এবং২ বছর জেল খাটেন।
এ বিষয়ে পরিদর্শক জনাব বাপনসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ ব্যপারে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান চাঁদপুর জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এধরণের অভিযান চলবে চলছে চলবে।