করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধর করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
২৭ এপ্রিল সোমবার দুপরের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানা থাকায় করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাছান জানাযায়, বৃব্ধা আবুল বাশার মারা যায়ার পর আমাদেরকে অবগত করলে আমাদের মেডিক্যাল টিম গিয়ে আবুল বাশারের নমুনা সংগ্রহ করে আমরা আইডিসিআরে পাঠিয়েছি। নমুনার রিপোর্ট আশার পর জানা যাবে মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা ।
উল্যাখ আবুল বাশার গত তিনদরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানায় বুগছিলেন এবং আজ বোর রাতে তিনি মারা যান। আবুল বাশারের মুত্যুর পর এলাকাবার্ষি আংকিত হয়ে পড়েছে।