সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
আজ বিকেলে ছাত্রদল নেতার বাড়ি থেকে চালের বস্থা জব্দ করা হয়।

চাঁদপুর ছাত্রদল নেতার বাড়ি থেকে ওএমএসের চাল জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কের বাড়ি থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) চাল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচআনী দেওয়ানকান্দি গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও ওএমএসের ডিলার মো. খবির মিয়াজির (৩০) ঘর থেকে ৬ বস্তা চাল ও ৫০টি খালি বস্তা জব্দ করা হয়। এ ঘটনার পর থেকে মো. খবির মিয়াজি পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে খবির মিয়াজির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী বলেন, ‘তিনি অভিযুক্ত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

এ নিয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘বিষয়টি জেনেছি, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’