হাইমচরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টার সময় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইশানবালা এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু নীলকমল ইউনিয়নের পল্লী চিকিৎসক মোঃ রতন মোল্লার সন্তান মোহাম্মদ হোসেন মোল্লা (৮) ও তার তার ছোট বোন মরিয়ম আক্তার (৬)।
মৃত দুই শিশুর চাচা ও ইউপি সদস্য স্বপন মোল্লা জানান রবিবার দুপুর ১২ টার দিকে মোহাম্মদ হোসেন মোল্লা, মরিয়ম আক্তার দুই ভাই বোন এক ইশানবালা মৎস্য আরোদের পাশে খালে গোসল করতে যায়। ঐ সময় সাঁতার না জানা মোহাম্মদ হোসেন মোল্লা, মরিয়ম পানিতে ডুবে যায়।
বাড়ির লোকজন খালে পাড়ে গিয়ে তাকে খোজতে থাকে। প্রায় আধাঘন্টা খোজার পর মোহাম্মদ হোসেন, মরিয়মের নিথর দেহ উঠানো হয় পানির নিচ থেকে। তৎক্ষনিক
পরিবার দুই শিশুকে নিয়ে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুই শিশু মোহাম্মদ হোসেন মোল্লা, মরিয়মের বাবা” মা’র আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। পরে শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।