বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের মতলব উত্তর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কামাল হোসেন খান ও সাধারন সম্পাদক পদে মো.মামুনুর রশীদ নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (২১জানুয়ারি-২০২৫)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে বেলা ১১ টা থেকে ১২টা পর্যান্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪৬ জন। ভোট প্রদান কেরন ৪৫ জন।প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন ডা. জয়নাল আবেদীন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে কামাল হোসেন খান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী জসিম উদ্দিন পেয়েছে ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মামুনুর রশীদ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী মন্জুর আলম পেয়েছে ২১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
বিজয়ী সভাপতি কামাল হোসেন খান ও সাধারণত সম্পাদক মো.মামুনুর রশীদ বলেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার নির্বাচনে আমাদের বিজয়ী করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ২ বছরের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পাড়ি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও শুভ কামনা রইল। আমারা আগামী দিনগুলোতে হিংসা বিবেদ ভূলে সবাই মিলে কাজ করবো। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচনের সাথে জড়িত সকল কলাকৌশলীদের কাজে কৃতজ্ঞ।