বুধবার , মার্চ ১৯ ২০২৫

ফরিদগঞ্জে সড়কের বেহাল দশা

ফরিদগঞ্জ টিএন্ডটি সম্মুখ হতে  ফরিদগঞ্জ উপজেলা সদর ও ফরিদগঞ্জ পূর্বাঞ্চলগামী  সড়কটি দীর্ঘ কয়েক মাস যাবত যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফরিদগঞ্জ সদর হতে রায়পুর ও রায়পুর হতে ফরিদগঞ্জ টিএন্ডটি সম্মুখে হয়ে ফরিদগঞ্জের পূর্বাঞ্চলের যাতায়াতে জনসাধারণের ভোগান্তির অন্ত নেই।

প্রতিদিন হাজার-হাজার  অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস,রিকশা, ভ্যানগাড়ী,ট্যাক্ট্ররসহ বিভিন্ন ধরনের  যানবাহন, স্কুল , কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে এই জনগুরুত্বপূর্ণ সড়কে। বিভিন্ন শ্রেণিপেশার  অনেকেই জানান, বিগত সরকারের সময় হতে পৌরসভার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কটির  বেহাল দশা পৌর কর্তৃপক্ষ দেখেও ছিলো উদাসীন। ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে সদরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের গুরুত্বপূর্ণ  প্রধান সড়ক  এটি অনেক মুমূর্ষু রোগী ও প্রসূতি মহিলাদের এই পথে উপজেলা  সদরস্থ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হয় খুবই ঝুঁকিপূর্নভাবে।  প্রতিদিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অসুস্থ্য রোগীরা চরম ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও এই পথ ব্যবহার করেই ফরিদগঞ্জের  পূর্বাঞ্চলের বিভিন্ন বাজারে জুরুরী ঔষধ সরবরাহ,গ্যাসের বোতল,বিদ্যুৎ সেবার গাড়ি,ফায়ারসার্ভিসের গাড়ি ও খাদ্যসামগ্রীর পণ্যবাহী গাড়ি চলাচল করছে ঝুঁকি নিয়ে।  আসন্ন রমজানের পূর্বে সড়কটি সংস্কার করা না হলে পথচারীদের অন্তহীন ভোগান্তিতে পড়তে হবে। তাই

রমজানের আগেই সড়কটির সংস্কার ও চলমান যে ড্রেনেজ নির্মাণ কাজ চলছে সেটি আরোও দ্রুত সম্পন্ন করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরী।এপথে  প্রতিনিয়ত যাতায়াতকারী গনমাধ্যমকর্মী ও সচেতন একজন পৌরবাসী  জানান, এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কার্যকর কোনো  পদক্ষেপ দৃশ্যমান হয়নি,তা অত্যন্ত দু:খজনক।জনসাধারণের প্রত্যাশা উপরোক্ত জনদুর্ভোগ হতে  উত্তরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা,মেয়রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এসিল্যান্ড(ভূমি),ওয়ার্ডের(কাউন্সিলর)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান জনস্বার্থে অনতিবিলম্বে সড়কের   সংস্কার কাজ সম্পন্ন করার কার্যকর ভূমিকা রাখবেন।