বুধবার , মার্চ ১৯ ২০২৫

ফরিদগঞ্জে জলাবদ্ধতা ও সেচ সংক্রান্ত সমস্যা সমাধানে মতবিনিময় সভা

চাঁদপুর সেচ প্রকল্প অভ্যন্তরে ফরিদগঞ্জের জলাবদ্ধতা নিরসন এবং সেচ সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য

রাখেন পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী  মো. জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি, সেচ) চাঁদপুরের সহকারি প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার. ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী

নোমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, জসিম উদ্দিন স্বপন, মো. শাহজাহান। অংশীজনদের মধ্যে বক্তব্য রাখেন সিআইপি অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, সদস্য রহিমা আক্তার কলি, কৃষকদের মধ্যে শামছুল পাটওয়ারী, বিল্লাল হোসেন বেপারী, আব্বাস মিয়া, মোজাম্মেল পাটওয়ারী, আব্দুল কাদির,  খোরশেদ আলম, আলী হোসেন, জার্কি হোসেন এবং   মৎস্য চাষীদের পক্ষে নাজিম উদ্দিন, এম এ সায়ীদ।

সভায় চাঁদপুর সেচ প্রকল্পাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, সেচ খাল খনন এবং পানি সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত ভাবে উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। যাতে কৃষকরা আগামীতে নিরবচ্ছিন্ন ভাবে ফসল উৎপাদনে পানি পায়। একই সাথে ডাকাতিয়া নদী এবং সংলগ্ন খালে কোন বাঁধা না থাকে যাতে কচুরিপানা দ্রুত সরে যায় তা নিশ্চিত করা এবং উন্মুক্ত জলাশয়ে যেগুলোতে ইজারা হয় সেখানে যতে কোন ভাবেই কোন বাঁধ দেয়া না হয়। কারণ কৃষি

আমাদের প্রধান ফসল এর পর পর্যায়ক্রমে মৎস্য চাষও রয়েছে। বিগত বর্ষায় স্মরণ কালের ভয়াবহ জলাবদ্ধতায় কৃষক ও মৎস্যচাষীরা নি:শেষ হয়ে গেছে। যাতে আমন ফসল সম্পুর্ণ বিনষ্ট হয় এবং অন্তত শত কোটি টাকার মাছ ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ডের মেশিন সমস্যা, খাল ভরাট ও দখল, নদীতে বাঁধের কারণে এই অবস্থার সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণ পেতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।