চাঁদপুরে ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড টানা বৃষ্টিপাতে শহরজুড়ে জলাবদ্ধতা
আদনান মুরাদ
চাঁদপুরে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
শহরের অধিকাংশ মহল্লার সড়কে জলাবদ্ধতা ছিলো। বিশেষ করে শহরের নাজিরপাড়া, মিশন রোড আশ্রম এলাকা, প্রফেসরপাড়া, মমিনপাড়া, গুয়াখোলা, চিত্রলেখা মোড়, পালপাড়া, আলিমপাড়া, আদালতপাড়া, রহমতপুর আবাসিক এলাকা, গাজী সড়ক, মাদ্রাসা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
শহরের নিচু এলাকার অধিকাংশ বাড়ির নিচতলায় পানি ঢুকে যায়। মেথা রোড এলাকার বাসিন্দা শুভ্র রক্ষিত তার ঘরের নিচতলায় পানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসেও ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। জরুরি কাজে বের হওয়া মানুষজনকে প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। শহরের নাজিরপাড়ার বৃষ্টির পানি বাসার নিচতলায় হাঁটু পরিমাণ হয়ে যায়। বেলা বারোটার সময়েও মাদ্রাসা রোড, ব্যাংক কলোনির রাস্তায় হাঁটুর কাছাকাছি পানি দেখা যায়।
এছাড়া চাঁদপুর সদর উপজেলার বেড়িবাঁধ এর ভিতরে ইউনিয়ন ও ফরিদগঞ্জ উপজেলার নিচু এলাকা আবারো তলিয়ে গেছে। শেষ সময়ে কিছু জমিতে রোপন হওয়া ধানের ক্ষেত আবারো তলিয়ে গেছে। লাউ, কুমড়া সহ রবিশস্যের বীজতলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৫০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টার হিসাবে এ বছর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৭৭ মিলিমিটার। এর আগে গত ২৭ মে জেলায় ২৫৭ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়।