বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৮ আগষ্ট রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা হল রুমে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগষ্ট ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ছেংগারচর পৌর সভার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্লাহ,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম সামছুল আলম, ছেংগার চর ডিগ্রী কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াসিন ঢালী,

মতলব উত্তর থানার এসআই আবু বকর, মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুন নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, তথ্য আপা তাছলিমা,ইসলামীক ফাউন্ডেশনের মতলব উত্তর প্রতিনিধি আফজাল হোসেন, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান,

সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাজান প্রধান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভার প্রাপ্ত আহসান উল্লাহ (লুলু) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস বলেন, ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী যাতে যথাযথ মর্যাদায় পালন করা হয়, সে দিকে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন তথা সরকারি -বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস -আদালত, ইউনিয়ন পরিষদ সমূহকে সরকারি নীয়ম অনুযায়ী শাহাদাৎ বার্ষিকী পালন করতে হবে। সে দিকে সকলের মনোযোগী হতে হবে।