স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা।
মঙ্গলবার সকালে হরিনা ফেরিঘাট এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগ চান্দ্রা বাজার, মদিনা বাজার, ৭নং ওয়ার্ড বকশিলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রার্থী পথসভার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন—
“দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায় ও ইনসাফের প্রতীক। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-শান্তি, উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও সমৃদ্ধ চাঁদপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে রায় দিন।”
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জজকোর্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান, চান্দ্রা ইউনিয়ন সভাপতি ডা. মো. ইকবাল খান, সহ-সভাপতি কাইয়ুম খান, সেক্রেটারি মাওলানা মনির কাজীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, শোভাযাত্রা ও গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া জনগণের কাছে শান্তি, ন্যায়, উন্নয়ন এবং সুশাসনের অঙ্গীকার তুলে ধরেন।
