চাঁদপুরের শতাধিক আইনজীবির বিবৃতি : সাঈদীকে মুক্তি দিন

বিশ^বরেন্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে মানবিক বিবেচনায় মুক্তির জন্য চাঁদপুরের শতাধিক আইনজীবি এক বিবৃতি দিয়াছেন। আইনজীবিগণ মনে করেন মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী সূদীর্ঘ ৫০ বছর দেশে বিদেশে কুরআনের তাফসীর করেছেন।

তিনি দু’বার নিজ এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভ‚মিকা রেখেছেন।তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও ধর্ম মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বহু মানুষ তার তাফসীর শুনে ইসলামী জীবন যাপনে উদ্ধুদ্ধ হয়েছে। মানুষ তাকে হৃদয় দিয়ে ভালবাসে।

যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে, লাখো তরুণ আলোর দিশা পেয়েছে। তিনি আজ ১০ বছর যাবত কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। তিনি লিভার, কিডনি, হার্টসহ নানান জটিল রোগে আক্রান্ত। বর্তমানে বাংলাদেশ সহ বিশ^ব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ তার মুক্তি চায়। ইতিমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন।এপরিস্থিতিতে ধর্মীয়, মানবিক, মারাতœক অসুস্থ ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি দাবী জানাচ্ছি।

বিবৃতিদাতা আইনজীবিগণের মধ্যে রয়েছেন
১। চাঁদপুর জেলা বারের সাবেক সভাপতি-আলহাজ¦ এড. ইকবাল বিন বাশার ২। চাঁদপুর জেলা বারের সেক্রেটারী-এড. এমরান হোসেন ৩। চাঁদপুর জেলা বারের সাবেক সেক্রেটারী- এড. জাহাঙ্গীর আলম ৪। চাঁদপুর জেলা বারের সাবেক সেক্রেটারী-এড.জহির উদ্দিন বাবর ৫। চাঁদপুর জেলা বারের সাবেক সেক্রেটারী-এড. কামাল উদ্দিন আহমেদ ৬। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপিত-এড. নঈমুল ইসলাম ৭। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপিত-এড. নরুল আমিন দেওয়ান ৮। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপিত-আলহাজ¦ এড. হেদায়েত উল্লাহ ৯। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপিত-এড. আমান উল্লাহ ১০। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপিত-এড. শহীদুল হক খান ১১। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপিত-এড. শাহজাহান মিয়া

১২। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী-এড. শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ ১৩। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সেক্রেটারী-এড. আবুল কালাম আজাদ ১৪। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সদস্য-এড. হোসনেয়ারা কাজল ১৫। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সদস্য-এড. হেলাল উদ্দিন আহমাদ
১৬। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুরজেলা শাখার সদস্য-এড. ফরিদ আহমদ মিয়া রিপন ১৭। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সদস্য-এড. শাহজাহান খান
১৮। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সদস্য-এড. আবদুল কাদের খান ১৯। চাঁদপুর জেলা বারের সিনিয়র আইনজীবি-এড. স্বপন কুমার ঘোষ ২০। এড. মিজানুর রহমান ২১। এড. নুরুল্লাহ ২২। এড. গোলাম মর্তুজা ২৩। এড. শামছুল আলম জাহাঙ্গীর ২৪। এড. মাইনুল ইসলাম ২৫। এড. শরীফ মাহমুদ সায়েম ২৬। এড. হারনুর রশিদ ২৭। এড. আবদুল মান্নান খান মঈন ২৮। এড. কামাল হোসেন প্রমুখ।