কচুয়ায় কেয়ার প্যাথলজি এ্যা- ডক্টরস চেম্বারের ল্যাবে আগুন

কচুয়া প্রতিনিধি

কচুয়ার মেঘদাইর কেয়ার প্যাথলজি এ্যা- ডক্টরস চেম্বারের ল্যাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন একজন ও ল্যাবের যন্ত্রপাতি ও অন্যান্য মুল্যবান মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বুধবার রাতে হসপিটালের ২য় তলায় ল্যাবে আকস্মিকভাবে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুন ধরে দ্রুত দরজা ও জানালার পর্দায় ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন আনে। এ সময় ল্যাবে অবস্থানকারী ডা. হরিপদ দে পলাশ দগ্ধ হন। তার হাত ও শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়।

পরিচালক ডা. গুরুপদ দে (জুয়েল) জানান, আকস্মিকভাবে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুন ধরে ল্যাবের সকল যন্ত্রপাতি পুড়ে যায় এবং আমার ভাই অগ্নিদগ্ধ হন। এতে আমার প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবী করেন।

ছবি: কচুয়ার মেঘদাইর কেয়ার প্যাথলজি এ্যা- ডক্টরস চেম্বারের ল্যাবে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মালামাল ও দগ্ধ ডা. হরিপদ দে পলাশ ।