বুধবার , অক্টোবর ৯ ২০২৪

১৬ অক্টোবর থেকে শুরু হবে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর মৌখিক পরীক্ষা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর মৌখিক পরীক্ষা আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরে সকাল ১০:০০ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে।

১৬ অক্টোবর ২০১৯ তারিখ বুধবার শাহরাস্তি উপজেলার ১১৮ জন, ১৭ অক্টোবর ২০১৯ তারিখ বৃহস্পতিবার কচুয়া উপজেলার ৯৫ জন এবং হাজীগঞ্জ উপজেলার ২৫ জন, ২২ অক্টোবর ২০১৯ তারিখ মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার ১৫৮ জন, ২৩, ২৪, ২৭ ও ২৮ অক্টোবর ২০১৯ তারিখ যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার, রবিবার ও সোমবার মতলব উত্তর উপজেলার ৪৮৮ জন, ২৯ অক্টোবর ২০১৯ তারিখ মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার ২৩ জন এবং হাইমচর উপজেলার ৯০ জন, ৩০ অক্টোবর ২০১৯ তারিখ বুধবার মতলব দক্ষিণ উপজেলার ১৩৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখনও কাগজপত্র জমা দেননি তারা মৌখিক পরীক্ষার কমপক্ষে ১ দিন পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কাগজপত্র জমা দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।