বুধবার , অক্টোবর ৯ ২০২৪
ডান দিক থেকে বায়েজীদ, হাসিব, আমি নিয়াজ মোর্শেদ, ফাওজুল কবির।

১৩ বছর ধরে আদালতের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিথ্যা মামলার হাজিরা দিচ্ছি।

মিছিলে থাকায় আমাদেরকে চাঁদপুর বায়তুল আমিন মসজিদের সামনে থেকে ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ মামলা দায়ের করে।

মডেল থানার ওসি আমাদের দড়ি দিয়ে বেঁধে লোকাল পত্রিকার ফটোগ্রাফার দিয়ে ছবি উঠায়।

এরপরের দুজন রাশেদ, বায়েজিদ জাফরাবাদ মাদরাসায় পড়তো, তারা এসেছিল তালার চাবি ঠিক করতে,

তাদের পুলিশ শুধু শুধু গ্রেপ্তার করে। ২০১১ সাল থেকে ২০২৪ সাল ১৩ বছর ধরে

আদালতের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিথ্যা মামলার হাজিরা দিচ্ছি।

(নিয়াজ মোর্শেদ) ভুক্তভগি