বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
নিহত যুবক ফাহিম

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম নজরুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে (গাইন বাড়ি) এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ওই গ্রামের অহিদুল ইসলামের ছোট ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি ছিলেন।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে নজরুল নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, হাসপাতাল থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।