সোমবার , এপ্রিল ২৮ ২০২৫

হাইমচরের বাংলাবাজারে হামলা লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

হাইমচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে একদল দুষ্কৃতকারী দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

১৬ মার্চ রাতে হাইমচরের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে প্রায় ৪০০ জন লোক বিদ্যুতের লাইন বন্ধ করে বাজারে হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, হামলাকারীরা নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, হামলাকারীরা দুটি দলে বিভক্ত ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালায় তারা।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন জানান, দুটি গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।