বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শাহরাস্তি উপজেলার সূচিপাড়ায় ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ সকালে সূচিপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের জামায়াতের মনোনিত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গণমানুষের নেতা অধ্যাপক মাও. আবুল হোসাইন।
তিনি বলেন, ইসলামী কল্যান রাষ্ট্র গঠনে ওলামাদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার আলেমদের উপর অনেক নির্যাতন করেছে। জেল খাটিয়েছে তারপরও আলেমগণ তাদের ঈমান বিক্রি করে নাই।
সামাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের আমীর মাও,এস এম জালাল হোসাইন।