১৮ই মার্চ (মঙ্গলবার) ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলটি ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আবু সুফিয়ান এর পরিচালনায় ও জামায়াতে নেতা মাসুদ আলম এর ব্যবস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী থেকে মনোনীত চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন অধ্যাপক মাওঃ আবুল হোসাইন ঐতিহাসিক বদর দিবস এর বিভিন্ন ঘটনা ও রমজান শীর্ষক আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি প্রভাষক মাওঃ মাঈন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, মেহের দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল কুদ্দুস, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ মাছুম বিল্লাহ, নায়েবে আমীর আহসান হাবিব পাটওয়ারী, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ আবুল বাশার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন এর কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা মাওঃ আবু ইউসুফ পাটওয়ারী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা প্রভাষক মাওঃ শামীম উদ্দিন, মাষ্টার জাকির হোসেন, মীর হোসাইন মিলন, মাহবুব আলম, হাফেজ শেখ ফরিদ, শাহ আলম মাষ্টার, যুব নেতা রবিউল আলম রুবেল, মীর হোসাইন, আমান উল্লাহ, ওমর ফারুক মাষ্টারসহ সকল পর্যায়ের যুব বিভাগের নেতৃবৃন্দ।