গোলাম নবী খোকন
মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্হানে মোবাইল কোর্ট পরিচালনা করে বার হাজার দুইশত টাকা জরিমানা সহ ১২০ ফুট ড্রেজারের প্লাষ্টিক পাইপ ভাংচুর এবং ৩ টি লোহার পাইপ জব্দ করা হয়।
আজ ১৮ জানুয়ারী উপজেলার মান্দার তলী, গালিমখা, শিবপুর, চরপাথালীয়া ও সাহেব বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশিস দাস।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এএসপি মতলব সার্কেল আহসান হাবিব, ওসি নাসিরউদ্দিন মৃধা, সিএ আমিনুল ইসলাম ও উপজেলা ডিজিটাল সেন্টারের পরিচালক ও উদ্যেক্তা মোঃ সায়েম খাঁন।