রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

মতলব উত্তরে ঠেটালীয়া ঘর পুড়ে ভস্মীভূত

গোলাম নবী খোকন

মতলব উত্তরে ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের মধ্যে ঠেটালীয়া গ্রামের গিয়াসউদ্দিন মোল্লার একটি দোচালা টিনের ঘর গত ১লা মে রাত সোয়া নয় টায় আগুনে পুড়ে ভস্বিভূত হয়। আগুন লাগার পর ক্ষতি গ্রস্হ গিয়াসউদ্দিন মোল্লার ডাক চিৎকারে স্হানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

এর পর মতলব থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ আসাদুজ্জামান সহ ১৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন পোড়া ঘরের মালিক গিয়াসউদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান আমার ঘরে ৮/১০ মন লাকরী, ১ বস্হা আটা, ভূসি সহ গরুর গো-খাদ্য ক্ষতি গ্রস্হ হয়, ঘর সহ অন্যান্য পুড়ে যাওয়া মালা মালের ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লক্ষ্য টাকা।

তবে আগুনের সূত্র পাত ব্যাপারে জানতে চাইলে গিয়াসউদ্দিন ও এলাকা বাসি জানান, বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয় বলে জানা যায়। আগুনের খবর শুনে স্হানীয় চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।