গোলাম নবী খোকন
মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের অসহায় , দরিদ্র , কর্মহীন, ৪শ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সাবেক দুুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁর পরিবারের সদস্যরা।
চৌধুরী পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহির সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
শনিবার সকালে (১৬ মে) দ্বিতীয় পর্যায়ে মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা ও ১ টি সাবান ।
বিতরণ কার্য পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মানিক দর্জি।
সহযোগিতা করেন রবিউল্লা ফরাজী ও ফারুক মজুমদার।