বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

মতলবের অনলাইন জুয়াড়ি আলমাছসহ ৬জনের বিরুদ্ধে মামলা

মতলবের বহুল আলোচিত একাধিক “মোবাইল অ্যাপসের” মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতা মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধানের ছেলে মোঃ আলমাছ প্রধান (৩৯) কে গত ২১ জানুয়ারি গ্রেফতার করে র‌্যাব-১১ কুমিল্লা।

ওই ঘটনায় ওইদিন মতলব দক্ষিণ থানায় র‌্যাব-১১ ডিএডি মো. রবিউল হক বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইন ৩/৪ তৎসহ ৩১/৩৫ধারা এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আলমাছকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-১৮।

মামলার বিবরণ থেকে জানাগেছে, আলমাছ ছাড়া অন্য আসামীরা হলেন-হাজীগঞ্জ উপজেলার শামীম (৩৫), চাঁদপুর শহরের পুরানবাজারের সোহাগ (৪০), মতলব কলাদি এলাকার লিখন সরকার (৩০), একই এলাকার রবিন্দ ঘোষের ছেলে মিন্টু ঘোষ (৩২) এবং উত্তম চন্দ্র মজুমদার (৩৭)।

স্থানীয় বাসিন্দারা জানান, আসামীদের মধ্যে মতলব কলাদি এলাকার লিখন সরকার আগে সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে সে ছাত্রলীগের নেতা দাবী করে এলাকায় চাঁদাবাজী করেন বলে অভিযোগ আছে। লিখন ২০১৭ সালের সরকার বিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনের মামলার আসামী বলেও স্থানীয়রা জানান।

মামলার বাদী মো. রবিউল হক জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলা করা হয়। সে সময় সকল আসামীর পিতার নাম পাওয়া যায়নি। অদ্য পর্যন্ত প্রধান আসামী আলমাছই গ্রেফতার রয়েছেন। বাকী আসামীরা পলাতক।