বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

বিশ্ব মুসলিম গর্জে উঠো

॥আবুল বাশার॥

জাগো জাগো জাগো, মুসলিম জাগো
গর্জে উঠো হে,সত্য ন্যায়ের রাহবার
মুজলুমানের কান্না কি শোন না
শোন না, না কি, ধর্ষিতার চিৎকার।।

পাচ্য কি পাতিচ্য মাশরিক কি মাগরিব
সব দিকে শত্রু সেনা, দিয়েছে হানা
জাগো মুজাহিদ জাগো,কানপেতে শোন
দিকে দিকে কালনাগীন, তুলেছে ফণা।।

তুমি মুসলিম চির নির্ভীক, আল্লার সেনা
সত্য সততা শান্তি সভ্যতা, কর বেচা-কেনা
হাকো হায়দরী হাক,কর বজ্রকঠিন ব্রত
উদ্ধত অহংকারীর উচুশির, গুড়িয়ে কর নত ।।

দেখ দেখ ঐ চেয়ে দেখ, তোমার ভাইয়ের
রক্তে রঞ্জিত মিয়ানমার উইঘর কাশ্মীর
আফগানিস্তান আফ্রিকা ফিলিস্তিনের মাটি
এখনো কি তোমার, ভাঙ্গিবেনা ঘুম
কাটিবেনা ঘোর, ধ্বংসিতে জালিমের ঘাটি।।

চেয়ে দেখ, দিকে দিকে তোমার মা বোন ধর্ষিতা
তোমার ভাই বন্ধি, জালিমের লৌহ কারাগারে
জালিমের নি:শংসতায় ক্ষত বিক্ষত করেছে
তোমার ভাইয়ের অস্থি মজ্জাহীন দেহটারে।।

উঠো অলসতা ভাঙ্গ, বজ্র কঠিন শফতে
হাতে তুলে নাও,সত্য ন্যায়ের বিপ্লবী ঝান্ডা
আল্লাহু আকবার গগনবিদারী ধ্বনি তুলে
ধুমড়ে মুচড়ে নিপাত করে দাও, এই ধরাধামে
আছে যত, অত্যাচারী ধর্ষক হায়েনা পান্ডা।।