বুধবার , অক্টোবর ৯ ২০২৪

ফরিদগঞ্জ ৯নং ইউনিয়নে স্থানীয় পানিবন্দি মানুষের জন্য দুই অস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষনা

নতুন করে অতিবৃষ্টির কারনে ফরিদগঞ্জ উপজেলাধীন ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিভিন্ন নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

ঘরবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানুষের পুকুর এবং মাছের ঘের প্লাবিত হয়ে লক্ষ লক্ষ টাকার মাছ চলে যাওয়ায় অনেকে আর্থিকভাবে অচল হয়ে গেছে। ইউনিয়নের ২,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের প্রায় সব বাড়িতেই হাটু পরিমান পানি জমে গেছে। কিছু কিছু যায়গায় সেটা কোমড় পর্যন্ত ছাড়িয়ে গেছে।

এমতাবস্থায় ধানুয়ার যুবসমাজের উদ্যোগে ধানুয়া সেচ্ছাসেবী টিম ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় ও ধানুয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষনা করেছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে এ বিষয়ে মাঝরাত পর্যন্ত জানিয়ে দেয় ধানুয়া সেচ্ছাসেবী টিমের সদস্যরা। তারা টিম গঠন করে তহবিল সংগ্রহ করছে,যেনো আশ্রয়কেন্দ্রে আসা মানুষজন খাবার,পানি,

সমস্যায় না পড়েন।

ধানুয়া সেচ্ছাসেবী টিমের সমন্বয়ক সায়েম, শান্ত, শুভ, আনিস, সবুজ, আব্দুর রহমান সিহাব, কাউসার ২৪ ঘন্টা বানভাসি মানুষের পাশে আছে এবং ধানুয়া এরিয়ার মানুষদের উদ্ধার কিংবা যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন সেবা চালু করেছে।