বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় কচুয়ার দুই যুবক নিহত, পরিবারে শোকের মাতম

ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় সোমবার রাত ৮টার দিকে দুই বন্ধু মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। তারা হলেন,

চাঁদপুরের কচুয়ার পালগিরি গ্রামের তাজুল ইসলাম ছেলে মোস্তাফিজুর রহমান জয় (৩০) ও মনোয়ার হোসেনের ছেলে মাহিন (২৮)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাহিন তার বন্ধু জয়কে নিয়ে বোনের বাড়ি চান্দিনা থেকে কচুয়ায় ফেরার পথিমধ্যে ইলিয়টগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় ওয়ারটেক করতে গিয়ে অজ্ঞাত ট্রাক চাপায় নিহত হয়।

মঙ্গলবার নিহতদের লাশ গ্রামের বাড়ি কচুয়ার পালগিরি এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে জানাযা শেষে দু’জনের লাশ কচুয়ার পালগিরি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।