বুধবার , মার্চ ১৯ ২০২৫
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন

জেলে নয়, জেলেদের গডফাদারদের নির্মূলেই অভিযান চালানো হবে!

চাঁদপুরে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভায়
জেলে নয়, জেলেদের গডফাদারদের নির্মূলেই অভিযান চালানো হবে

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন

মাহমুদুল হাসান
চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ট্রাস্কফোর্স কমিটির ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-2024 উপলক্ষে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ৭ অক্টোবর সন্ধা ৭টায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ট্রাস্কফোর্স কমিটি চাঁদপুর এর আয়োজনে বড় স্টেশন মাছ ঘাটে মৎস্য বণিক সমবায় সমিতি কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুরে একটি ল্যান্ডিং স্টেশন হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলুন আমরা আপনার সবাই বদলে যাই। দাদন ব্যবসায়ীরা জেলেদেরকে গরিব করছে। আগামী 22 নদীতে নামবো না। চাঁদপুরের কোন নৌকায় ইঞ্জিল থাকবে না। ১৩ তারিখ থেকে কোথায় ইলিশ থাকবে না। জেলে ধরা হবে না, গটফাদারদেরকে ধরা হবে। জেলার কোন বরফ কল থাকবে না, সব বন্ধ থাকবে। জেলের জন্য স্বাস্থ হেল্থ সেন্টার খোল হবে। মা ইলিশ সংরক্ষণ শতভাগ বাস্তবায়ন করা হবে। কোন জেলেরা আমাদের পুষ্টি পুরন করে, গরিব জেলেকে হাজতে দিতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নবাগত নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
জেলা মৎস কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, মৎস্য বণিক সমবায় সমিতি এর সভাপতি আব্দুল বারী মানিক জমাদার, মৎস শ্রমিক নেতা মালেক, মৎস ব্যবসায়ী আলী আকবার। উপস্থিত ছিলেন মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সহ মৎস ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, আপনারা দয়া করে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ইলিশের প্রজনন নিশ্চিত করা যায়। ২৪ ঘন্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মা ইলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। তাই এই নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত আগামী ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।