সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

চাঁদপুর শহরে রিভাইভ হোমিও সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরে হাজী মহসিন রোড় টেকনো হান্নান কমপ্লেক্সে রিভাইভ হোমিও সেন্টার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাবেক ছায়াবানী হল টেকনো হান্নান কমপ্লেক্সের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দৈনিক চাঁদপুর দিগন্তের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কাউছার স্কুল হাজীগঞ্জের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম প্রধান, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো: রুহুল আমিন,

চাঁদপুর আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শুকুর মস্তান, আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম মাসুম, জনস্বাস্থ প্রকৌশলি জামে মসজিদের খতিব মাওলানা আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন পাটওয়ারী, বোরহান উদ্দিন, কবি আনছারী মাহমুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: রিভাইভ হোমিও সেন্টার একটি আধুনিক ও আদর্শ হোমিও চিকিৎসা কেন্দ্র। ডা: মাজহারুল আন্ওয়ার মুজাহিদ ডি এইচ এম এস (বি এইচ এম সি) বি এ (ডি ইউ) প্রতিদিন রোগী দেখার সময় সকাল ১০টা থেকে দুপুর ০১টা, বিকাল ০৪টা থেকে রাত ১০টা, শুক্রবার রোগী দেখার সময় বিকেল ৪টা থেকে রাত ০৯টা পযর্ন্ত। মোবাইল নং- ০১৭৬৫৫০৫০২৭। ঠিকানা:-চাঁদপুর শহরের হাজী মহসিন রোড সাবেক ছায়াবানী হল টেকনো হান্ন কমপ্লেক্স নিচ তলার দক্ষিণ সারির পশ্চিম দিক হতে ৫ম কক্ষ।