কোরআন দিয়ে যে দেশ চলবে, সে দেশ সবচেয়ে শ্রেষ্ঠ দেশ বলে মন্তব্য করেছেন চাঁদপুর -১(কচুয়া) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
গতকাল (বুধবার) ১৯ মার্চ বিকাল পাচ টায় কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন এর মাঝিগাছা এম আই উচ্চ বিদ্যালয় এর হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামি ৩নং বিতারা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন কোরআন দিয়ে যে দেশ চলবে, সে দেশ সবচেয়ে শ্রেষ্ঠ দেশ।আর কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামি। বাংলাদেশ জামায়াত ইসলামি বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।আর বাংলাদেশ জামায়াত ইসলামির হাতে বাংলাদেশ নিরাপদ।
আপনারা এই কচুয়ার দায়িত্ব যদি জামায়াত ইসলামির হাতে দেন তাহলে আল্লাহকে সাক্ষি রেখে আমরা বলছি আমরা আপনাদেরকে একটি দুর্নীতিমুক্ত কচুয়া উপহার দেব ইনশাআল্লাহ।সেই জন্য আগামী দিনে জামায়াত ইসলামির হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবাইকে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ তায়া’লার বক্তব্য হলো যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম।আমাদের দেশে ৯০℅ মুসলমান হওয়ার পরও আমরা কোরআনের আইন পাইনি। তাই আগামী দিনে যারা কোরআন দিয়ে এ দেশ পরিচালনা করবে আমরা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াত ইসলামি মাঝিগাছা ওয়ার্ডের সভাপতি মাওলানা মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা মোঃ মাহবুবুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বিতার ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানি, বাংলাদেশ জামায়াত ইসলামি ৩নং বিতারা ইউনিয়ন এর আমির মাওলানা নাসির উদ্দীন মোল্লা, নায়েবে আমির মাওলানা বসির উল্লাহ, সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিতারা ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা বিএনপি এর সদস্য ফয়েজ আহমেদ সহ আরও অনেকেই।।