কারাবন্দি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে গতকাল দুপুরে কারা কর্তৃপক্ষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শিশির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মস্তিস্কজনিত রোগে ভুগছেন।
কচুয়া উপজেল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নূর আলমকে গত ১৯ জুলাই মারধর করেন শাহজাহান শিশির। এই ঘটনায় নূর আলম বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
গত ২৫আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গত ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িকভাবে বহিস্কার করেন।
ক্যাপশন: কারাবন্দি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ।