সাইফুল ইসলাম সুমন
কচুয়ায় “প্রাণের টানে রক্তদানের’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও পরিচালক ফরিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সহ-সভাপতি আবুল বাসার, আব্দুল কুদ্দুছ, আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ, যুগ্ম সম্পাদক আবু রায়হান, ইব্রাহিম গাজী, সদস্য নাঈম মোহাম্মদ আব্দুল আজিজ, নবীর হোসেন, রফিকুল ইসলাম রনি, সালাউদ্দিন, রনি ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সংগঠনের গতি বিধি বৃদ্ধির লক্ষে নতুন কমিটি ঘোষনা করা হয়।
এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা, দেশ ও জাতির মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।