রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

কচুয়ায় ঢাকা থেকে আসা যুবক করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন 

কচুয়া প্রতিনিধি 

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের শাহারপাড় গ্রামে ফয়েজ আহমেদ (৩৫) নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যার পূর্বে সরেজমিনে এসে ওই বাড়ীটি লকডাউন ঘোষনা করনে, কচুয়া উপজলো সহকারী কমশিনার (ভূমি) একি মিত্র চাকমা।

জানা যায়, কচুয়ার শাহারপাড় গ্রামের আব্দুর রব ডাক্তার বাড়ীর অধিবাসী করোনায় আক্রান্ত ফয়জে আহমেদ ঢাকাতে ঔষধের ফার্মেসী ব্যবসা করতো। সম্প্রতি ঢাকাতে তার নমুনা সংগ্রহের পর পজেটিব রির্পোট শুনে সে গত (৩০এপ্রিল) রাতে ফয়জে আহমদে কচুয়ার নিজ বাড়ীতে চলে আসেন। উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স এর মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে খবর পেয়ে গত বুধবার উপজেলা সহকারী কমশিনার (ভূমি) একি মিত্র চাকমা ওই যুবকের বাড়ীটি লকডাউন ঘোষনা করনে। এসময় ইউপি চেয়ারম্যান মো. শাহরিয়ার শাহীন, ইউপি সদস্য মো. জহির মোল্লাসহ থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার শাহারপাড় গ্রামে করোনা আক্রান্ত ফয়েজ আহমেদ এর বাড়ী লকডাউন করেছেন প্রশাসন।