সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম থেকে আসা আব্দুর রব মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে। সে কচুয়া উপজেলার কাপিলাবাড়ী গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে। এ ঘটনায় ইউএনও দীপায়ন দাস শুভ’র নেতৃত্বে গরবিবার কাপিলাবাড়ী গ্রামে ইসলামী ফাউন্ডেশনের লোকজন এসে তাকে দাফন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রব মোল্লা চট্টগ্রামে থাকতেন। গত বৃহস্পতিবার (৭ মে) সে জ¦র, সর্দি, কাশি, গলাব্যথা নিয়ে বাড়িতে আসেন। বাড়ীতে অসুস্থ অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ইউএনও দীপায়ন দাস শুভ’র জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ও সন্তানদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির লোকজন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা নমুনা রিপোর্ট আসলে তা জানা যাবে।