কচুয়া উপজেলার পালগিরি গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক সরকার (৫০) করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফিরে নিজ বাড়ি আসলে তার মৃত্যু হয়।
তিনি কয়েকদিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এমনি উপসর্গ নিয়ে গত শুক্রবার(১৫ মে) সন্ধ্যায় ঢাকা থেকে নিজ বাড়ি আসেন এবং মঙ্গলবার দিবাগত রাত তার নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মাহমুদ বলেন, আমরা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছি। মঙ্গলবার সকালে উপজেলা দাফন কমিটি, অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই তাজুল ইসলাম সহ তার ফোর্স, হাসপাতাল প্রতিনিধি সহ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুর খবরে এলাকা বাসীর মধ্যে করোনায় আতঙ্কিত হওয়ার ভয়ে কেউ তাকে দেখতে যায় নি।