বুধবার , অক্টোবর ৩০ ২০২৪

কচুয়ায় উপজেলা কৃষি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে মতবিনিময়

কচুয়া প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া উপজেলা কৃষি অফিসের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

১ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওয়ালী উল্লাহ (অলি), উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা প্রমূখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারী এবং উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।