কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসায় জানালা ভেঙ্গে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে।
শনিবার রাতে কোন এক সময়ে অজ্ঞাত এক চোরের দল মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে কৌশলে জানালার সিক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
এ ঘটনায় রবিবার মাদ্রাসার কর্তৃপক্ষ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ জানান, মহামারী করোনা পরিস্থিেিত মাদ্রাসা বন্ধ রয়েছে। তবে রবিবার দাখিল পরীক্ষার ফলাফল দেয়ায় মাদ্রাসায় এসে চুরির বিষয়টি দেখতে পাই।
তিনি আরো জানান, অজ্ঞাত চোরের দল অফিস কক্ষের তিনটি স্টিলের আলমারী ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে যায়। তবে কি কি জিনিস নিয়েছে তা যাচাই বাচাই চলছে।