বুধবার , মার্চ ১৯ ২০২৫

আ.লীগ নেতা এসডু পাটোয়ারী গ্রেফতার

সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন ওরফে এসডু পাটোয়ারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাট এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

তবে, তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে তৎক্ষণাৎ কোন তথ্য নিশ্চিত করেননি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি।

এ বিষয়ে চাঁদপুরের জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব (পিপিএম) জানান, চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।