২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌরসভার শাখার উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর মঙ্গলবার আছরের নামাযের পর হাজীগঞ্জ পৌর জামায়াত ইসলামের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চাঁদপুর জেলার সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান ।
পৌরসভার আমীর মাওলানা আবুল হাসানত পাটওয়ারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তা’লিমুল কোরআন বিভাগের সভাপতি ও মজলিস শুরার সদস্য হাফেফ মীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌরসভার জামায়াত ইসলামের নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন এবং পৌরসভার সেক্রেটারী মাওলানা শফিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন সাবেক স্বর্ণ প্রদক প্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।
