সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

হাইমচরকে ০-১ গোলে হারিয়ে সেমিতে শাহরাস্তি

চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শাহরাস্তি উপজেলা দল। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকালে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের খেলায় হাইমচর উপজেলা কে ১-০ গোলে হারায় তারা। খেলার প্রথমার্ধে সঙ্ঘবদ্ধ আক্রমণ থেকে শাহারাস্তির পক্ষে  জয় সূচক একমাত্র গোলটি করে সবুজ। তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ম্যাচটি উপস্থিত দর্শক প্রাণভরে উপভোগ করেন। গোল পরিশোধে আপ্রাণ চেষ্টা করেও হাইমচরের ফরওয়ার্ডরা শাহরাস্তির গোলকিপার মিলন কে পরাস্ত করতে পারেনি। এজন্য ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন এই গোলকিপার মিলন। খেলা শেষে তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন জাতীয় প্রিমিয়ার ফুটবল লিগের সাবেক জেলা ফুটবলার চাঁদপুর নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি মহিউদ্দিন বোরহান খান।

২৪ সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টায় মুখোমুখি হবে মতলব উত্তর উপজেলা ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে মাঠে শুরু হয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মোহসীন উদ্দিন। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চাঁদপুর জেলার ৮টি উপজেলার ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই টুর্নামেন্টটি।

প্রথমদিনে মতলব দক্ষিণ এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ৮টি উপজেলার ফুটবল টিমের এই আয়োজন। বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া কর্মকর্তা,

গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন উপজেলার দর্শকগণ প্রতিদিনকার খেলা উপভোগ করছেন।