সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

শাহরাস্তিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে প্রশাসন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার রায়শ্রী উত্তর ইউপির যাদবপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসক ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় এ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী (হাজীগঞ্জ ক্যাম্প) এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযান চলাকালে অভিযুক্তের নিকট থেকে ১ হাজার ২০০ গ্রাম (এক কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিয়মিত মামলার মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করেন।

এছাড়া ওই অভিযানে আরও একজন মাদকসেবী মোঃ মিলন (৩৮), পিতা বদিউজ্জামানকে আটক করা হয়। তিনি দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এসময় সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে এসিল্যান্ড হিল্লোল চাকমা বলেন, “মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শাহরাস্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”