রবিবার , অক্টোবর ১২ ২০২৫

মতলব দক্ষিণে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধভাবে দেয়া নিয়োগ বাতিল ও বিদেশি পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মুখে মতলব ম্যাক্সি স্ট্যান্ড – মতলব বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত অর্থ এবং ফ্যাসিস্ট সরকার আমলে অবৈধভাবে দেয়া সকল নিয়োগ বাতিল করে যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ যেনো চাকরিক্ষেত্রে কোন ধরনের বৈষম্য না হয়।

এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ, যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ২০১৭-২০২৪সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংকের গ্রাহক সাইদুর রহমান মিয়াজী, মো. আবু বকর সিদ্দিক, মাওলানা মোঃ শহীদুল ইসলাম, মাওলানা মো. শাহজালাল,প্রমুখ। এ সময় ইসলামী ব্যাংকের গ্রাহক, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।