সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

ফরিদগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ
উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির
বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে তারা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলার রুপসা বাজারে গণজমায়েতের পর সংক্ষিপ্ত সমাবেশ
শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়
মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত
মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ
ইউনূছ হেলাল। সমাবেশ পরবর্তী তাদের নেতৃত্বে মিছিলটি রুপসা বাজার ও মূল সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব গণজমায়েতে বক্তারা কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ
সময় তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা
হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। তখন ফ্যাসিবাদ
কায়েম হবার সুযোগ থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা নায়েবে
আমির মাওলানা কফিল উদ্দিন সহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী।