সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

প্রবীণরা রাষ্ট্রের বোঝা নন বরং তারা সমাজের সম্পদ —জেলা প্রশাসক

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।” এ প্রতিপাদ্যে  মঙ্গলবার(৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন .ডা.মোহাম্মদ নুর আলম দীন ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল-খায়রুল কবির।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণহিতোষী সংঘ,চাঁদপুর আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এমজি ফারুক,চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ আব্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

 

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রবীণ সংগঠনের সদস্যরা এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  বলেন,প্রবীণরা আমাদের সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়। প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের বোঝা নন বরং তারা সমাজের সম্পদ, অভিভাবক এবং অমূল্য জ্ঞানভাণ্ডার, যাদের ত্যাগ, অভিজ্ঞতা ও পরামর্শ তরুণ প্রজন্মকে সাহায্য করে। তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সুযোগ দেওয়া উচিত, যাতে তারা সমাজে সক্রিয় থাকতে পারে এবং তাদের অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।

 

তাঁদের কল্যাণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের প্রতিটি মানুষের উচিত প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সরকারি বাক ও শ্রবন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ হ্যাপি আক্তার।

উল্লেখ্য, দিবসের তারিখ ১ অক্টোবর উদযাপনের কথা ছিল। ওইদিন  শারদীয় দুর্গোৎসব থাকায় ৭ অক্টোবর ২০২৫ এর আয়োজন অনুষ্ঠিত হয়।