সোমবার , সেপ্টেম্বর ১৫ ২০২৫
চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের গ্রামীণ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করছেন শহর আমির এডভোকেট শাহজাহান খান।

চাঁদপুরে জামায়াতের উদ্যোগে গ্রামীণ সড়ক সংস্কার

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

সংগঠনের নিজস্ব অর্থায়নে শনিবার (২৩ আগস্ট) চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন শহর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট শাহজাহান খান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আইন কর্মকর্তা এডভোকেট আব্দুল কাদের খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সড়কটি চান্দ্রা বাজার থেকে শুরু হয়ে বাংলাবাজার-হাইমচর সড়কের সাথে মিলিত হওয়া প্রায় তিন কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন বড় বড় গর্ত দেখা দেয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে দৈনিক প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থার দিকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি যায়নি। ফলে জনগণের ভোগান্তি লাঘব করতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নেই এ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মাওলানা মনিরুল ইসলাম বলেন, ছোটখাটো সংস্কার কাজ যদি সমাজের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এসে করেন, তাহলে সরকারের দিকে চেয়ে থাকতে হয় না। এতে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়।

এসময় অ্যাডভোকেট শাহজাহান খান বলেছেন, জনগণের কল্যাণে জামায়াতের কার্যক্রম শুধু আজ নয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, অন্যায়, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনের নেতা-কর্মীরা অতীতে যেমন সোচ্চার ছিলেন, বর্তমানে তেমনি সোচ্চার আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি আরও বলেন, যেখানে দুর্ভোগ ও দুর্দশা দেখা দিয়েছে, সেখানে জামায়াতের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছুটে গেছেন। মানুষের কষ্ট-দুঃখ ভাগাভাগি করে নেওয়া জামায়াতের অন্যতম নীতি। তাই আগামী দিনগুলোতেও সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের জান-মাল ও নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।