চাঁদপুর সদর ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন ঘোষনা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজে মাঠে চাঁদপুর সদর ও পৌর বিএনপির সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হযরত আলী ঢালী।
সদর উপজেলা বিএনপির সুপার সেভেন কমিটির নেতৃবৃন্দরা হলেন : সভাপতি শাহজালাল মিশন, সিনিয়র সহ–সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সহ–সভাপতি আলমগীর আলম জুয়েল, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. হারুনূর রশীদ।
পৌর বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন : সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ–সভাপতি আফজাল হোসেন, সহ–সভাপতি আসহান উল্যাহ সেন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ।
সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়াসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।