বুধবার , অক্টোবর ২৯ ২০২৫

চাঁদপুর শহর জামায়াতের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা 

“যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না।” সূরা বাকারা : ১৫৪ আয়াত কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর আছর নামাজ শেষে নিউ ট্রাক রোডস্থ জেলা জামায়াতে ইসলামী অফিসে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান তিনি বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ যে পথে বাধাগ্রস্ত হয়ে ছিল ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পথ ফিরে পেয়েছে। কেউ যদি মনে করে আবারও ফ্যাসিস্ট সৃষ্টি করে জনগণকে কষ্ট দেবে। তারা যেন সাবধান হয়ে যায়।
সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম  সবুজ খান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের ১১নং ওয়ার্ডের আমীর মোঃ ওমর ফারুক, ১০নং ওয়ার্ডের আমীর গোলাম মাওলা ১২নং ওয়ার্ড আমীর মোল্লা মোহাম্মদ হানিফ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা সোহাইল আহমেদ সৃষ্টি। কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মোঃ ইব্রাহিম খলিল।