শুক্রবার , মে ১৭ ২০২৪

চাঁদপুর জেলা তথ্য অফিসের বিলবোর্ড স্থাপন ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত 

আনিছুর রহমান সুজন
চাঁদপুর জেলা তথ্য অফিসের এর আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ, এর সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমন ঝুঁকি রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  পথ প্রচার ও বিলবোর্ড স্থাপন অব্যাহত রেখেছে চাঁদপুর তথ্য অফিস ।
ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা,বিভিন্ন  ইউনিয়ন পরিষদের হাট বাজার, গ্রামের জনবহুল গুরুত্বপূর্ণ স্থান সমূহে।
এই পথ প্রচারনা করা হয়েছে। করোনা মোকাবেলায় আতংকিত না হয়ে ঘরে থাকা নিদের্শনা, মেনে চলা  নিয়মিত হাত ধোয়া ঘরের বাইরে না যাওয়া পুষ্টি কর খাবার ও শাকসবজি ফলমূল খাদ্য তালিকায় যোগ করা নিয়মিত সুষম খাদ্য গ্রহন করা।
 লিফলেট বিতরন স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
আরো বলা হয় যে মানব শরীর নিয়ে সুস্থ থাকার সকল কৌশল নিজের হাতে কাছেই রয়েছে। স্বাস্থ্য বিধি অনুসরন করলে নিরাপদে থাকা সম্ভব।
 জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক বলেন,
সরকারের ঘোসনানুযায়ী চাঁদপুর জেলায় প্রতিটি উপজেলা সচেতনতা মূলক ২০টি  বিলবোর্ড  স্থাপন করা হয়েছে। এবং নিয়মিত প্রতিটি উপজেলায় প্রচারনা অব্যাহত রাখা হয়েছে।