সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

কচুয়ার রহিমানগর বাজারে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

কচুয়া উপজেলার প্রসিদ্ধ রহিমানগর বাজারে জলাবদ্ধতার কারনে জনদূর্ভোগ চরমে উঠেছে। রহিমানগরভাতেশ্বর রাস্তার রহিমানগর বাজার অংশে সাবেক জনতা ব্যাংকের সামনে প্রায় ২০০ফুট ব্যাপী জলাবদ্ধতা লেগেই থাকেই।

 

একটু খানি বৃষ্টি হলেই হাটু জল জমে যায়। পানি সরে যাওয়ার কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তার উভয় পাশে মালিকানাধীন জায়গায় বাসা বাড়ি সহ দোকান পাট গড়ে উঠেছে। ওই সব বাসা বাড়ি দোকান পাটের মালিকরা ড্রেনেজ করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে সম্মত হচ্ছে না। ফলে জলাবদ্ধতার শিকার যানবাহন সহ সাধারন পথচরীরা

 

ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানানআমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী সরজমিনে গিয়ে জলাবদ্ধতা পরিদর্শন করেছি কিন্তু দোকানপাট বাসাবাড়ির মালিকদের বাধার মুখে ড্রেনেজ করা যাচ্ছে না

 

একই কথা বলেছেন রহিমানগর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী কবির হোসেন। এমনি অবস্থায় জনমনে প্রশ্ন সমস্যা সমাধানের কি কোন উপায় নেই।