কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির গণসংযোগ অভিযান পরিচালিত
হয়েছে।
সকল মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দাওয়াতী অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ৩নং বিতারা ইউনিয়নের বাইছাড়া বাজারের কেন্দ্রীয়
জামে মসজিদ থেকে এ গণসংযোগ শুরু হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার আমীর এডভোকেট
আবু তাহের মাসুম, কচুয়া পৌরসভার আমীর অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, কচুয়া উপজেলার সহকারী
সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসাইন, ৩নং বিতারা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা
মাসুম বিল্লাহ মাদানি, ৩নং ইউনিয়ন এর আমীর মাওলানা নাসির উদ্দীন মোল্লা, সেক্রেটারী
মোজাম্মেল হক, বাইছাড়া ওয়ার্ডের সভাপতি মোঃ সোহাগ প্রমূখ। গণসংযোগ ৩নং বিতারা ইউনিয়নের
বাইছাড়া এলাকা প্রদক্ষিণ করে বাইছাড়া পশ্চিম বাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে
গণসংযোগের কার্যক্রম শেষ হয়।
সমাবেশে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, আমরা সবাই আল্লাহর জন্য কাজ করি। এই দুনিয়ার
জীবনে আমি আপনাদেরকে কিছুই দিতে পারিনি। তবে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করছি
আল্লাহ যেন এর উত্তম জাজা দান করেন। আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন সর্বোচচ
দাওয়াতি কাজের মাধ্যমে আমরা সেই সুযোগের সৎ ব্যবহার করে আল্লাহর দেয়া সুযোগের শুকরিয়া
আদায় করতে হবে। সবাইকে দাওয়াতি কাজ বেশি বেশি করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ
করেন।