সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

কচুয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

বিগত সকল সরকার হিন্দুদের ভোটকে নিজেদের বলে দাবি করলেও কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চাঁদপুর -১(কচুয়াআসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের চেলাকান্দা গ্রামে বাংলাদেশ  জামায়াত ইসলামি হিন্দু বিভাগ  কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।তিনি বলেন বিগত সকল সরকার হিন্দুদের ভোটকে নিজেদের বলে দাবি করলেও কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই। তিনি আরও বলেন আমরা যারা এই দেশে বসবাস করি আমরা সবাই ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গর্বিত নাগরিক।

মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এ দেশে সকলের সমান অধিকার । কিন্তু বিগত কোন  সরকার তাদের অধিকার ফিরিয়ে দেয়নি। নিজেদের লোক বলে দাবি করেও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা দেখে তাদেরকে বঞ্চিত রেখেছে। তাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে যদি আমরা এদেশের সরকার গঠন করতে পারি তাহলে এদেশের সকল মানুষের অধিকার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ।

তার এই বক্তব্য শুনে হিন্দু মহিলা পুরুষ সবাই আবেগ আপ্লুত হয়ে যায় এবং তারা নিজ থেকে নিজেরাই প্রতিশ্রুতি দেয় যে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে অবশ্যই তারা জামায়াত ইসলামিকে ভোট দেবে।
বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর এর সভাপতিত্বে এবং সেক্রেটারী আবু তাহের মাসুম এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ৩নং ওয়ার্ডের সভাপতি আবদুল মান্নান পাঠান, তাফাজজল প্রধান সহ আরও অনেকেই।